রাঙামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ৭:৫৩ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৫ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরও তিনজনসহ মোট চার জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে নিহত নারী আটারকছড়া ইউনিয়নের বসন্ত পাড়া এলাকায় এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...