নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি এক ব্যতিক্রমী পোস্ট দিয়েছেন। সেখানে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। বিশ্ব বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।

রবিবার (১৬ জুন) মায়াবী এই চিত্রনায়িকা লেখেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যাপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে, সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’

এর আগে ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরী মনি। বছর না পেরোতেই তাদের ঘরে আসে সন্তান রাজ্য। ছেলের বয়স এক বছর না হতেই রাজের সঙ্গে বিচ্ছেদ। তার পর থেকে একাই সন্তানকে লালন-পালন করছেন এই অভিনেত্রী। এর মধ্যে মাসখানেক আগে দত্তক এনেছেন আরো এক সন্তান। প্রিয়ম নামের মেয়েটিও বড় হচ্ছে পরীর কাছেই। তাই দুই সন্তানের বাবা আর মায়ের দায়িত্ব একসঙ্গে পালন করছেন তিনি।

এ নিয়ে পরীমণি ওই পোস্টের শেষে উল্লেখ করেন, ‘দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...