বৃটেনে মৌলভীবাজারী মিলনমেলা সফলে কার্ডিফে রোড শো

বদরুল মনসুর, কার্ডিফ ওয়েলস, ইউকে,

  • প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

“ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউকে এর গৌরবোজ্জ্বল ৭২ বছর পূর্তি উপলক্ষে বার্মিংহামে ২য় মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে গত ২৪ শে জুন সোমবার কার্ডিফের পার্শ্ববর্তী পন্টিক্লিন পাল্ম ট্রি রেষ্টুরেন্টে ওয়েলসবাসীর সাথে এক মতবিনিময় রোড শো অনুষ্ঠান ও ডিনারপার্টির আয়োজন করা হয়েছে।

মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তাকিম চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক সজয়নাল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাগত বক্তব্য রাখেন বি অন টিভির হেড অব পোগ্রাম বিশিষ্ট সাংবাদিক রিয়াদ আহাদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনাল চেয়ারপার্সন কাউন্সিলার সালেহ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, ওয়েলস বিএনপির সাবেক সভাপতি মোস্তফা সালেহ লিটন, বামিংহাম জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির আবুল, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মতুজা, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশন এর সেক্রেটারি হারুন তালুকদার, রিভারসাইড জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান, নিউপোট আওয়ামী যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, ওয়েলস আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি আব্দুর রুউফ তালুকদার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নিউপোট এর কনভেনার ফয়সল রহমান, জয়েন্ট কনভেনার নুরুল ইসলাম, সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক টিভি ওয়ান এর সাংবাদিক আমিনুল ইসলাম বেলাল, সহ সভাপতি মাসুদ আহমেদ, ট্রেজারার তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রিপন, ওয়েলস সুনামগঞ্জ এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি নুরুল হক আনসারী, সাব্বির আহমেদ, সুমন চৌধুরী, জুসেফ চৌধুরী,ও মহারাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আগামী ৭ ই জুলাই বার্মিংহামে মৌলভীবাজারী মিলনমেলায় কার্ডিফ থেকে কোচ বহরে যাওয়ার সীদ্ধান্ত গৃহীত হয়েছে।

বক্তারা মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪ সফল করার লক্ষ্যে বৃটেনের প্রতিটি শহরে মৌলভীবাজার জেলাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...