কেনিয়ায় সংসদ ভবনে হামলাকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১:৪০ পূর্বাহ্ণ

কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির সংসদ ভবনে হামলার চেষ্টাকালে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পার্লামেন্টের ভিতরে ও বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ লড়াই চালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। বিক্ষোভকারীরা সংসদ ভবনের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় এই ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রয়টার্সের একজন সাংবাদিক পার্লামেন্টের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ গণনা করেছেন।

এছাড়া একজন প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা জানিয়েছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে ভেতর থেকে আগুনের শিখা আসতে দেখা যায়। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে গুলি চালায় পুলিশ। আরেক প্যারামেডিক রিচার্ড এনগুমো বলেছেন, পুলিশের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তিনি সংসদের বাইরে আহত দুই বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যান বলে জানিয়েছেন। অ্যাম্বুলেন্সগুলিকে রাস্তা থেকে আহতদের নিয়ে যেতে দেখা যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দেশটির সংসদ ভবন প্রাঙ্গণেও প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। এসময় সংসদ ভবনের একটি অংশে আগুন দেখা যায়। যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মূলত বিতর্কিত বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ, এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে। গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে সংশোধন করা হলেও পুরো বিলই বাতিল চায় কেনিয়ান নাগরিকরা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...