ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার বিষয়টির সত্যতা তিনি তার ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন। সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী হিনা খান। ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জন নজর কেড়েছে আমার।’

তিনি লেখেন, ‘যারা আমার ভক্ত আছেন, আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করছি। ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে আমার। এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, ভালো আছি আমি।’

এ অভিনেত্রী লিখেছেন, ‘ক্যানসার মুক্ত হওয়ার ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী আমি। ইতোমধ্যে চিকিৎসাও শুরু হয়েছে আমার। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যাবতীয় করণীয় মেনে চলার জন্যও প্রস্তুত আমি।’

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সেভাবে কাজ করতে দেখা যাচ্ছে না হিনা খানকে। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...