ফ্রান্সে প্রথম দফা ভোটে ভরাডুবি মাখোঁর

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১ জুলাই ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৩০ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনে বিশাল ভোটে এগিয়ে রয়েছে মেরিন লে পেনের নেতৃত্বাধীন অতি কট্টরপন্থি ন্যাশনাল র‌্যালি (আরএন) দল। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জোট। মাখোঁর মধ্যপন্থি জোট নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে। বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে মাখোঁর এনসেম্বল জোট ২০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে।

রোববার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ইপসোসসহ চারটি সংস্থার বুথফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ৭ জুলাই।

বুথফেরত জরিপ অনুযায়ী, এ নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। আর প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট।

তবে মেরিন লে পেন-এর কট্টর ডানপন্থি ন্যাশনাল র‍্যালি (আরএন) আগামী ৭ জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটের পর ফরাসি জাতীয় অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও পরিষ্কার নয়। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা প্রয়োজন।

পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে ২৮৯টিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চান মেরিন লে পেন। দ্বিতীয় দফার ভোট হলেই স্পষ্ট হবে যে, তারা আসলে কতটি আসনে জয়লাভ করবেন। আগামী রোববার (৭ জুলাই) দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিপাকে পড়বে আরএন পার্টি। ফলে অভিবাসন, ট্যাক্স কমানো এবং আইনশৃঙ্খলার বিষয়ে তাদের যেসব পরিকল্পনা তা বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়বে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...