সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুলাই ২০২৪, ৬:২০ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজমুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাকে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৪ টার দিকে ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আজমুল হোসেন ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিননায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

জানা গেছে, আজমুল হোসেনসহ ৬-৭ জন বাংলাদেশী বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। ৮২-বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আজমুল হোসেনের পায়ে লাগে।

এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যান। বিএসএফ সদস্যরা আহত অবস্থায় আজমুল হোসেনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...