সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটে ফের ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মহানগর পুলিশ। দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাহেল মোল্লা (৪৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে কয়েক মাস ধরে প্রতিদিনই সিলেটে ভারতীয় চোরাই চিনি জব্দ করছে পুলিশ। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার নাম সামনে আসছে। ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন।
Developed by: Helpline : +88 01712 88 65 03