কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০), পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি। এবং আর যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রস্তুত আছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh