বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ মাতানো রিশাদ, পাত্রী কে?

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ

জাতীয় দলের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনের ক্যারিয়ারে দারুণ সময় যাচ্ছে। মাত্র ৬ মাসে পুরোটা বদলে দিয়েছেন তার ক্যারিয়ারের মানচিত্র।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন রিশাদ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন।

বিশ্বকাপের পর বিরতি পাওয়া ২১ বছর বয়সী লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ-বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ। অবশ্য তিন দিন পর ২২ বছরে পা দিবেন তিনি। রিশাদ হোসেনের জন্ম ২০০২ সালের ১৫ জুলাই।

নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ লিখেছেন, ‘গাঁটছড়া বেধেছি। উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি। আমাদের ভবিষ্যত ভালোবাসা, আনন্দ ও অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক; এই প্রার্থনা করবেন।’

রিশাদের সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। বাড়ি পাশের ইটাখোলা ইউনিয়নে। পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের ১৩ জুলাইয়ে। আজ ছিল কন্যা-সম্প্রদানের দিন।

আজ শুক্রবার নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে হবে রিশাদের বউ ভাত।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...