সব
স্বদেশ বিদেশ ডট কম

মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মুম্বইয়ে জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আসতে শুরু করেছেন অতিথিরা। বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত ছোট-বড় সমস্ত ঘটনাই ভাইরাল হচ্ছে।
বিয়ের আগে অনন্ত অম্বানীর আয়োজন করা ভান্ডারা নিয়েও চারদিকে বেশ চর্চা শুরু হয়েছে। নিজের বিয়ে উপলক্ষে বাড়িতেই রোজ ৯০০০ এরও বেশি লোকের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন মুকেশ-ছেলে অনন্ত। অম্বানীদের বাড়ি অ্যান্টিলিয়াতেই বসেছে ভান্ডারার আসর। প্রায় ৪০ দিন ধরে চলছে এই খাওয়াদাওয়ার পর্ব। ৫ জুন থেকে শুরু হয়েছে আর ১৫ জুলাই পর্যন্ত অ্যান্টিলিয়াতে বসবে ভান্ডারার আসর।
সাধারণ মানুষের জন্যই এই ভান্ডারার আয়োজন করা হয়েছে। রোজ দুপুরে ও রাতে দু’বেলা করে প্রায় ৪০০০ মানুষ খাওয়া-দাওয়া করছেন প্রতিদিন। মেনুতে থাকে লোভনীয় সব নিরামিষ পদ। সবজি দিয়ে পোলাও, গট্টার সবজি, পনিরের তরকারি, ধোকলা, রায়তা ছাড়াও মেনুতে থাকে রকমারি মিষ্টির পদ।
অম্বানী পরিবারের পক্ষ থেকেও হবু দম্পতির নবজীবনে সুখ-সমৃদ্ধি আনার জন্যই এই ভান্ডারার আয়োজন করা হয়েছে।