বৌদ্ধ বিহারে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

বান্দরবানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে রোয়াংছড়ি উপজেলার গোদার পাড় এলাকার ধুতরাঙ্গ বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ সময় মহাথেরার পা মাটির সঙ্গে স্পর্শ করা ছিল। এছাড়াও একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে অনুসারীদের তার স্বপ্নগুলো পূরণের আহ্বান জানিয়েছে। তবে চিরকুটটি দীপংকর মহাথেরার হাতের লেখা কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ফলে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারছেন না কেউ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিহার প্রাঙ্গণে তাকে খুঁজতে গিয়ে সেবকেরা গলায় রশি দেওয়া অবস্থায় বিহারের চালের সঙ্গে ঝুলতে দেখেন। সেবকেরা পরে পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা–পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড. এফ দীপংকর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এই ঘটনার জানাজানি হলে শত শত অনুসারী বিহার প্রাঙ্গণে ভিড় করেন।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, ভান্তের গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। ভান্তের পা মাটিতে লাগানো অবস্থায় ছিল। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।

এ বিষয়ে স্থানীয় বাপ্পী চাকমা বলেন, ‘ভান্তেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, একজন জ্ঞানী ভান্তে কোনো দিন আত্মহত্যা করতে পারে না। সঠিক তদন্ত করে সত্যটা প্রকাশ করা হোক।’

বিষয়াটি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, পুলিশ ধুতরাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে পরে জানানো হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...