সাদা পাথর পর্যটনকেন্দ্রে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে ইসমাঈল হোসেন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে গোসল করার সময় তলিয়ে যান তিনি। ইসমাঈল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শাহাব উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ইংরেজির শিক্ষক ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, শিক্ষক ইসমাঈল কয়েক সহকর্মীর সঙ্গে সাদা পাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করার সময় স্রোতের সঙ্গে ভেসে যান। উপস্থিত সঙ্গীরা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...