ঐশ্বরিয়া ভক্তদের চমকে দিলেন অভিষেক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে জল্পনার শেষ নেই। গত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে, ১৭ বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে তাদের। সম্প্রতি অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অভিষেক-ঐশ্বরিয়ার একসঙ্গে প্রবেশ না করায় সেই জল্পনা আরও ঘনীভূত হয়।

এছাড়া বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক দিয়ে জল্পনা কয়েক গুণ উস্কে দেন জুনিয়র বচ্চন।

সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অভিষেক। বুধবার সেই গাড়িতেই মুম্বাইতে ভাগ্নে অগস্ত্য নন্দা ও তার বান্ধবী সুহানা খানকে নিয়ে সান্ধ্য ভ্রমণে বেরহন তিনি। সেখানে অগস্ত্য-সুহানা যেমন নজর কাড়েছেন, তেমনই নজরে পড়ে অভিষেকের গাড়ির নম্বর প্লেট। এতেই পরিষ্কার হয়ে যায় সব। এই গাড়ির সঙ্গেই যোগ রয়েছে ঐশ্বরিয়া। অভিষেকের নতুন গাড়ির নম্বর প্লেটে যে চারটি নম্বর জ্বলজ্বল করছে তা হলো ৫০৫০। এটি ঐশ্বর্যার প্রিয় সংখ্যা।

ঐশ্বরিয়ার একটি সাদা রঙের মার্সেডিজ গাড়ি ছিল। তার নম্বর প্লেটেও এই চারটি সংখ্যাই ছিল। সম্প্রতি গাড়িটি বিক্রি করে দেন অভিনেত্রী। এবার নিজের নতুন গাড়ি কিনতেই স্ত্রীকে চমকে দিলেন অভিষেক। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে স্ত্রীর সঙ্গে তার দূরত্ব নয় বরং তারা সুখেই রয়েছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...