গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে’র সভা অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৪, ১:২০ পূর্বাহ্ণ

গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে আয়োজিত বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব শাহেদ আহমেদ চৌধুরী ও আমেরিকা থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব রেজাউল করিম রাসেল এর সাথে এক মতবিনিময় সভা গত ২৯ শে জুলাই লন্ডনের একটি হলে।

গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে এর সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল চৌধুরী ও সুমন আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম চৌধুরী মিনু। হেলাল আহমেদ। সুমন আহমেদ। মৌলানা কামাল উদ্দিন। জাবেদ আহমদ চৌধুরী। কমিউনিটি নেতা জনাব সৈয়দ এনামুল হক। হাওয়া টিভি’র ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান শানুর। কমিউনিটি নেতা অহিদ উদ্দিন। আরিফ আহমেদ। সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ। সভায় সাধারণ সম্পাদক জয়নুল চৌধুরী তাদের সংগঠনের মাধ্যমে এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন। বিশেষ করে চারখাই বাজারে যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট, বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন। এলাকায় একটি কলেজ নির্মাণ চল রয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আল-হারামাইনের কর্ণধার মাহবুবুর রহমান নাসির সাহেব কলেজ নির্মাণে এগিয়ে এসেছেন। তাকে ও চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। ইংল্যান্ড, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরক এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহবান জানিয়েছেন।পরবর্তীতে অতিথিদ্বয়কে ফুল দিয়ে সম্মানিত করছেন। পরে মধ্যহ্ন ভোজের ব্যবস্থা ছিল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...