বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর ইসি বোর্ড নির্বাচন সম্পন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৪, ১:২৫ পূর্বাহ্ণ

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর ২০২৪-২০২৬ ইসি বোর্ড নির্বাচন গতকাল ৩১ জুলাই অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে একের অধিক প্রার্থী না হওয়ায় নির্বাচন কমিশন প্রার্থীতা যথাযথ যাচাই বাছাই সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন চেয়ার মহিব উদ্দিন ভাইস চেয়ার মোহাম্মদ মুজিবুর রহমান, জেনারেল সেক্রেটারি দিলওয়ার হুসেন, জয়েন্ট সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল কামাল, ট্রেজারার মোহাম্মদ আফতার আহমেদ। ইসি মেম্বার পদে সর্বজনাব জামাল উদ্দিন, সিরাজ মিয়া, মায়েন উদ্দিন, আশীকুর রহমান, আব্দুল বারী, আবুল লেইছ, সাঈদ মুহিবুর রহমান, শেখ ফারুক আহমেদ, ইজ্ঞীনিয়ার হাবিবুর রহমান, আসমা আক্তার, শাহানুর খান, মোঃ দিলোয়ার হুসেন, কায়সর খান, পারভেজ শাহ, মানিকুর রহমান, মুজিবুর রহমান, শাদ উল্লাহ, আবুল হোসেন, মাশুক আহমেদ, মোহাম্মদ আব্দুল শফিক, আবু আহমেদ সারোয়ার, জাকির হুসেইন, আব্দুল মুহিত, জাকারূল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, কাইয়ূম মিয়া।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শাহগীর বখত ফারুক ও সহকারী নির্বাচন কমিশনাবৃন্দ ছিলেন সর্বজনাব পারভেজ কূরায়েশী ও হুমায়ুন কবির মিয়া। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচন অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিসেট উপদেষ্টা কমিশনার সৈয়দ আবুল বাশার ও বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক ও অধ্যাপক ডাক্তার সাদিক আহমদ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...