শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, বঙ্গবন্ধু মেডিকেলে হামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪, ১:০৯ অপরাহ্ণ


চলমান অসহযোগ আন্দোলনে রাজধানী শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

এসময় হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেয়া হয় কয়েকটি মোটরসাইকেল। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুঁড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয়।

একপর্যায়ে হামলাকারীরা একটি ভবনে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে কর্মচারীরা প্রতিরোধ গড়েন। তাদের ধাওয়ায় হামলাকারীরা ফটকের দিকে চলে যায়।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আক্রমণ কাম্য নয়। সবাইকে এই কাজ থেকে নিবৃত থাকা উচিত।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...