সিলেটে বিক্ষোভকারী ও পুলিশ-বিজিবির সংঘর্ষে নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিক্ষোভকারী ও পুলিশ-বিজিবির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ (৪ আগস্ট) রোববার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে এ ঘটনা ঘটে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন।

নিহত দুজন হলেন তাজ উদ্দিন (৪০) ও সানি আহমদ (১৮)। সানি আমুড়া ইউনিয়নের কয়ছর আহমদের ছেলে আর তাজ উদ্দিন ঢাকা দক্ষিণের বারেকোট গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন বলেন, দুজনের মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। অপরজন গুলিবিদ্ধ কি না, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না। দুজনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে জানান তিনি। নিহত তাজ হাসপাতালের ঠিকাদার ছিলেন। তিনি খাবারসামগ্রী সরবরাহ করতেন। সংঘর্ষ চলাকালে হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালে থাকা সিরাপসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়েছে। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে বিকেল সোয়া চারটায় গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিনের ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিক থেকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করতে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজার এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন ছাত্র-জনতা। এ সময় বাজার এলাকায় স্লোগান দিতে থাকেন তাঁরা। দুপুর ১২টার দিক থেকে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বাজার এলাকায় প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

এদিকে বেলা তিনটার দিক থেকে গোলাপগঞ্জ চৌমহনা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেল সোয়া চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সূত্র : প্রথম আলো

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...