জাতীয় সংসদ পরিস্কারে নেমেছেন শিক্ষার্থীরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ

 

শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। তারপর ছাত্র-জনতা সংসদ ভবন ও গণভবনে ঢুকে পড়ে উল্লাসে ফেটে পড়েন।

সংসদ ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এসময় যে যার মতো সংসদ ভবনে থাকা মূ্ল্যবান জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। পরে আন্দোলতরত শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এগিয়ে আসেন। সংসদ ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙতে বাধা দেন। পাশাপাশি যারা এসব নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের কাছ থেকে নিয়ে নেন। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৬ আগষ্ট) শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কার শুরু করেছেন। সেরকম একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আশরাফুল ইসলাম শিমুল নামের একজন নিজের ফেসবুক পোস্টে ছবি দিয়ে লিখেছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে। এইভাবে দেশ পরিস্কার হয়ে যাবে। তার এই ছবিটি মুর্হুতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করছেন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...