ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথগ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টা। তবে সুপ্রদীপ চাকমা ও ফারুকী আযমসহ তিনজন উপদেষ্টা ঢাকায় না থাকায় পরে শপথগ্রহণ করবেন বলে জানানো হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তারা শপথগ্রহণ করেন।

জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাদির।

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আছেন :
১) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ
২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল
৩) মানবাধিকার সংগঠক আদিলুর রহমান খান
৪) সিনিয়র আইনজীবী হাসান আরিফ
৫) সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন
৬) পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান
৭) ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ
৮) ফারুকী আজম
৯) সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন
১০) সাবেক রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা
১১) স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়
১২) আ.ফ.ম খালিদ হাসান
১৩) নারী নেত্রী ফরিদা আখতার
১৪) নুরজাহান বেগম
১৫) বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম
১৬) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...