সব
স্বদেশ বিদেশ ডট কম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। শুক্রবার (৯ জুলাই) দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করা শর্তে ওই কর্মকর্তা বলেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে। তবে বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।
চট্টগ্রাম মহানগরীরর লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03