বাংলাদে‌শি কর্মীদের সুখবর দিলো সৌদি রাষ্ট্রদূত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ৫:১১ অপরাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, ‘বাংলাদে‌শি কর্মীদের আজ থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে সৌ‌দি দূতাবাস।’ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সৌ‌দি রাষ্ট্রদূত বলেন, ‘আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।’

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দিতে অ‌্যাসাইলাম চাওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এরকম কিছু আমি শু‌নিনি।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...