সেন্সর বোর্ডে আটকে দেয়া ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে নভেম্বরে

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ

গুলশানের হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি অহেতুক কারণ দেখিয়ে দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে রাখা হয়েছে। এবার সেটি প্রেক্ষাগৃহে মুক্তির দ্বারপ্রান্তে অপেক্ষা করছে।

‘শনিবার বিকেল’ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘সব ঠিক থাকলে আগামী নভেম্বরে এটি মুক্তি দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

এর আগে সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে দৃশ্যগুলো রাখতে চায় সিনেমাসংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন সংশ্লিষ্টরা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। সিনেমাটিতে দেশ বিদেশের অনেক শিল্পী অভিনয় করেছেন। তারমধ্যে রয়েছে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...