পালানোর সময় সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনা ইউপি চেয়ারম্যান জুয়েল আটক

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ৫:০৩ পূর্বাহ্ণ

দেশ থেকে সৌদিআরব পালিয়ে যাবার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন বড়লেখা যুবলীগের দুই নেতা। এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

পালাতে চেষ্টা করা যুবলীগের দুই নেতার একজন হচ্ছেন বড়লেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ছালেহ আহমদ জুয়েল। অপরজন বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আটককৃত দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে ওসমানী বিমানবন্দরে আসেন। পরে বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত এর আগে- গত সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টায় সৌদী যাওয়ার প্রাক্কালে ইহরামের কাপড় পরা অবস্থায় আটক হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...