পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক জানান, তিনি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন তাকে পৌরসভায় স্যানিটারী ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। সেইসঙ্গে চাকরির জন্য আবদুর রাজ্জাকের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে চাকরি না হলে সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো রাজ্জাকের বিরুদ্ধে থানায় জিডি করেন। এ অবস্থায় ভুক্তভোগী রাজ্জাক অর্থ আত্মসাতের ঘটনায় ১১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। পৌর সচিবের শাস্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগটি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...