কাটা শুরু হয়েছে আউশ ভাল ফলনে খুশি কৃষক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকরা আউশ ধান কাটা শুরু করেছে। নানা দূর্যোগের পরও ফলন ভালো হওয়ায় অনেক খুশি কৃষকরা। আগামী এক সপ্তাহের মধ্যে মাঠে রোপন হওয়া আউশ ধান কাটা সম্পন্ন হবে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছে।

সাতকানিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভীদ কর্মকর্তা সম্ভু দেব নাথ এ বিষয়ে জানান, এই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রায় সবকটি এলাকা মিলিয়ে মোট এক হাজার ২৮৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ৩৫০ হেক্টর, আর ৯৩৫ হেক্টর উফসী জাতের ধান চাষ হয়।

গত শনিবার সরেজমিনে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নসহ একাধিক ইউনিয়ন এলাকায় দেখা গেছে, কয়েক জায়গার আউশ ধান কেটে বাড়িতে তুলতে ব্যস্থ সময় পার করছে কৃষক। আবার অনেক কৃষক আমন লাগানোতে ব্যস্ত রয়েছে।

আরা জানা গেছে, গেল জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত কৃষকরা আউশ ধান লাগিয়েছিলেন। আর গত ৩ সেপ্টেম্বর থেকে আউশ ধান কাটা শুরু হয়।

সোনাকানিয়া এলাকার কৃষক লোকমান হাকিম বলেন, আমি প্রায় এক একর জমিতে আউশ ধান চাষ করেছি। বেশ কয়েকবার প্রাকৃতিক দূর্যোগে পড়লেও ফলন ভাল হয়েছে। এদিকে একই কথা বলেছেন, বাজালিয়ার কৃষক আব্দুল আলিম। সরকারী তরফ থেকে তদারকি বাড়ালে, কৃষকদের নিয়মিত পরামর্শ দিলে ফলন কৃষকরা আরো লাভবান হবে বলে যোগ করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এ নিয়ে জানান, এ বছর এক হাজার ২৮৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। সেইসঙ্গে ফলন ভাল হয়েছে। আর ফলন ভাল হওয়াতে কৃষকরা খুশি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়। এবং ধানকে নানা রোগ বালাই থেকে রক্ষা করার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...