তীর কেটে বালি উত্তোলনের অভিযোগ, ২৫ জনকে কারাদণ্ড

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে বালি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযানে ২৫ জনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেইসঙ্গে ৫টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে যাদুকাটা নদী তীরের ঘাগটিয়া, শিমুল বাগান ও বিন্নাকুলী সেতু সংলগ্ন এলাকায় গ্রামে এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এর আগে, যাদুকাটা নদীর তীর অবৈধভাবে প্রভাব খাটিয়ে নদীর তীর কাটার ফলে সবতভিটাসহ গুরুত্বপূর্ন স্থাপনা হুমকির মুখে এমন শিরোনামে দৈনিক প্রতিদিনের সংবাদ সহ বেশ কিছু গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রচার করা হয়।

জানা গেছে, ২৬ জন দন্ডপ্রাপ্তদের মধ্যে নদীর তীর কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে তিনমাস করে কারাদণ্ড ও ৬ জনকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আরো একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালি পরিবহনের অভিযোগে ৫টি বাল্কহেড জব্দ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, ‘আমরা জেলা মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যার এঁর সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল স্যারের তত্বাবধানে পুলিশ, আনসার, বিজিবি ও সহকারী কমিশনারদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করি।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন। তিনি বলেন, যাদুকাটা নদীতে আমরা অভিযান করেছিলাম। তীর কাটার সঙ্গে জড়িতদের কারাদন্ড দিয়েছি। এবং এমন বড় ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই সম্পর্কিত আরও খবর...