বস্তায় আদা চাষে সাফল্য দেখছেন চার বন্ধু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ

অল্প খরচ ও লাভজনক হওয়ায় ঢাকার নবাবগঞ্জে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন চার বন্ধু। প্রথমবার এ প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের স্বপ্ন বুনছেন তারা। ইউটিউবে গাছতলায় আদা চাষ করা দেখে আদার বীজ সংগ্রহ করে বস্তায় আদা চাষ শুরু করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের নৃপেন বালো, ইব্রাহিম হোসেন, মেহেদী পাঠান ও মো. সেলিম নামের চার বন্ধু।

আদাচাষি নৃপেন বালো জানান, ইউটিউব দেখে চার বন্ধু মিলে প্রথমবারের এক হাজার ৭০০ বস্তায় আদা চাষ শুরু করেন। তাদের আদা চাষ দেখে এলাকার অনেকেই আদা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। আম বাগান ও বসত বাড়ির আঙিনায় ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করা যায় বলে খরচের তুলনায় লাভ বেশি। বেকার যুবকরাও আদা চাষ করে স্বাবলম্বী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

আরেক আদাচাষি ইব্রাহিম হোসেন জানান, বসতবাড়ির আশপাশে বিভিন্ন গাছ-গাছালির নিচেও চাষ করা যায় আদা। মাটি, সার আর বীজ মিলে প্রতি বস্তায় তাদের খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। আর প্রতি বস্তায় মিলছে দুই থেকে আড়াই কেজি আদা। প্রথমবারের মতো তারা আদা চাষে এই পদ্ধতি ব্যবহার করে সফলতার স্বপ্ন দেখছেন।

আদা চাষ সম্পর্কে জানতে চাইলে মেহেদী পাঠান ও মো. সেলিম হোসেন জানান, চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য ইউটিউব দেখে আদা চাষের পরিকল্পনা করেন। এরপর আদা’র চারা সংগ্রহ করে বস্তায় আদা চাষ শুরু করেন। অল্প সময় ও স্বল্প পুঁজিতে বস্তায় আদা চাষ বেশ লাভজনক হওয়ায় চার বন্ধু এমন উদ্যোগ নেন তারা।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান জানান, বস্তায় আদা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। কৃষি অফিস থেকে নিয়মিত তাদের পরামর্শ দেওয়া হয়। অল্প খরচে চার বন্ধু মিলে বস্তায় আদা চাষ করেছে বিষয়টি জেনে তাদের একটা প্রদর্শনী দেওয়া হয়েছে। যেন চার বন্ধুর মতো আরো অনেকে আদা চাষে আগ্রহী হয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...