সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে। পৃথক স্থানে এসকল বজ্রপাতে অন্তত ৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
গতকাল শনিবার তীব্র খরতাপের পর দুপুর ১২টার পর বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েকদফা বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫) মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপর সাড়ে ১২টার দিকে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রাঘাতে মাঠেই তার মৃত্যু হয়। অপরদিকে, বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন নাহিদ। এসময় বজ্রপাত তার উপরে পড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি বজ্রবৃষ্টি চলাকালে সকলকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিকে, গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়। শনিবার পৌণে একটার দিকে বজ্রপাতে ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭) বজ্রপাতে অজ্ঞান হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় বজ্রপাতে আহত হন নিয়াগোল গ্রামের আব্দুল করিমের ছেলে ইসমাইল আলী (১৮)। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
দুর্যোগ ও ত্রাণ শাখার কর্মকর্তা জানান- বিষয়টি শুনেছি, খবর নেয়া হচ্ছে। এসময় ঝড়ে ঘরবাড়ি রাস্তাঘাটে বাঁশ ও গাছপালা উপড়ে পড়ে যান ও জন চলাচলে বিঘ্ন ঘটে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
Developed by: Helpline : +88 01712 88 65 03