অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ

পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে উঠা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তালেবুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে আংশিক বা পরিপূর্ণভাবে ২২টি থানা পুড়ে গেছে। অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে উঠা যাবে।

তিনি বলেন, অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কতটা অস্ত্র লুট হয়েছে সেটা দ্রুত সময়ে জানা যাবে। অস্ত্র বেশিরভাগ সময় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, এটাও সাফল্য।

এ সময় অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মিডিয়া বিভাগের এই ডিসি।

ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ চলছে জানিয়ে তালেবুর রহমান বলেন, ব্যাটারিচালিত রিকশা যাতে না নামতে পারে, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। এখন পর্যন্ত ৭৩৪টি মামলা এবং ৩১ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে।

জেল পালানো ও হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...