কুষ্টিয়ায় মাক্রোবাসের ধাক্কায় ৪ স্কুল শিক্ষার্থী নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

কুষ্টিয়ার খোকসায় কুঠিপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় চার স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টা ১৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২), পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।

তাদের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে। নিহত ও আহত শিক্ষার্থীরা শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের মক্তব্যের শিক্ষার্থী। তারা মক্তবে কোরআন পড়তে যাচ্ছিলেন।

এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, একজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন বলে জানান হাসপাতালের ডাক্তার শাহিনা খানম। আহত বাকী তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারে। ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...