নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১:৪৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নইম উদ্দীন সেনটুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা পৌনে ১২টার দিকে ফিলিপনগর ইউপি কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ বেলা পৌনে ১২টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন চেয়ারম্যান মো. নঈম সেন্টু। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সেন্টুর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...