সব
স্বদেশ বিদেশ ডট কম
২০১৮ সালে ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম নাঈমুল হাসান রাসেল।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-২ তাকে আটক করে। পরে রাত দশটার দিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার নাঈমুল হাসান রাসেল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি শাহ ইফতেখার হাসান। তিনি, রাসেলের বিরুদ্ধে মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে রাসেলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এছাড়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকার্টের গাড়িতে হামলার মামলারও অন্যতম আসামি তিনি।
মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়।
এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের মার্চে নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আদালত। তবে পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। আবেদনে বলা হয়, অভিযোগকারীসহ পাঁচজন আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে তিনজন আসামি হিসেবে বাদী বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা তার নাম উল্লেখ করেননি। তাই প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে অধিকতর তদন্তের প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত গত বছরের ২৮ ডিসেম্বর মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। গোয়েন্দা পুলিশ পুনঃতদন্ত করে গত ১৯ সেপ্টেম্বর আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়।
Developed by: Helpline : +88 01712 88 65 03