বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ দুর্জয়ের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গায় এসেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। শেষ পর্যন্ত বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক দুর্জয়।

গতকাল মঙ্গলবার রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পেশাদার ক্রিকেট ছাড়ার পর দীর্ঘ সময় নাঈমুর রহমান দুর্জয় সংগঠকের ভূমিকায় ছিলেন । বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে, পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের।

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...