সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শহরের হার্ডপয়েন্টে ১৮ সেন্টিমিটার।একই দিনে কাজিপুরের মেঘাই পয়েন্টে বেড়েছে ১ সেন্টিমিটার।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৬ টায় শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭০ মিটার (Sob)। ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২২০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২৮ মিটার। ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪.৮০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, আরও দুদিন যমুনা নদীর পানি বাড়বে। এরপর পানি বাড়ার হার কমতে পারে। আপাতত এ অঞ্চলে বন্যার কোনো শঙ্কা নেই।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...