ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা মো. আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কলাবাগান থানার ৩২ লেক সার্কাস (এনা কিংডম) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর কলাবাগান থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ারুল যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...