সব
স্বদেশ বিদেশ ডট কম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূমি অফিসের নিজ অফিস কক্ষ থেকে সার্ভেয়ার মু. জসীম উদ্দিন খান (৫০) নামে এক কর্মকতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে ভূমি অফিসের তিনতলায় নিজ অফিস কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল। তিনি গত সাড়ে তিন বছর ধরে বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কমর্রত ছিলেন। নিহত সার্ভেয়ার মু. জসীম উদ্দিন খান পটুয়াখালীর বাউফল নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক।
নৈশ প্রহরী নিখিল বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন, সার্ভেয়ার জসিম স্যার। খাবার নিয়ে এসে তার কক্ষে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাই। তারা পুলিশকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে।
বাবুগঞ্জ থানার (ওসি) তদন্ত পলাশ চন্দ্র বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রুমের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। তাকে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা তদন্ত না করে নিশ্চিত বলা যাবে না।
Developed by: Helpline : +88 01712 88 65 03