সব
স্বদেশ বিদেশ ডট কম
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। গোয়ালিয়রের মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি। ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ গুটিয়ে যায় ১২৭ রানে। রান তাড়ায় ভারতের জিততে লাগে স্রেফ ১১.৫ ওভার।
ভারতের হয়ে দারুণ বোলিংয়ে তিনটি উইকেট নেন বাঁহাতি পেসার আর্শদিপ সিং। ম্যাচের সেরা তিনিই। প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিন উইকেট শিকার করেন স্পিনার ভারুন চক্রবর্তি। পরে রান তাড়ায় মারকাটারি ব্যাটিংয়ে অবদান রাখেন সবাই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ওভারেই হারায় লিটন দাসকে। আর্শদিপ সিংয়ের বলে ভীষণ দৃষ্টিকটূ শটে আউট হন অভিজ্ঞ ওপেনার।
ঠিক এক বছর পর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ব্যর্থ হন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। হার্দিক পান্ডিয়ার বলে ফ্লিক করে একটি ছক্কা মারলেও বাঁহাতি এই ব্যাটসম্যান স্টাম্পে টেনে আনেন আর্শদিপের বল।
ভারুন চক্রবর্তির বলে তিন রানে জীবন পেয়েও সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। একটু পর এই স্পিনারকেই উইকেট দিয়ে আসেন তিনি ১৮ বলে ১২ রান করে।
প্রথম ওভার মেডেন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মায়াঙ্ক ইয়াদাভ। গত আইপিএলে গতির ঝড় তুলে আলোড়ন তোলার পর চোট পেয়ে ছিটকে পড়েছিলেন তিনি। সব ধরনের ক্রিকেট মিলিয়েই গত পাঁচ মাসে তার প্রথম ম্যাচ এটি।
এই মায়াঙ্ককেই প্রথম উইকেট উপহার দিয়ে ফেরেন ৩৮ বছর বয়সি মাহমুদউল্লাহ (১)। ভারুনের গুগলি কিছুই বুঝতে না পেরে বোল্ড হন জাকের আলি (৮)।
অনেকটা সময় এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্ত ফেরেন দ্বাদশ ওভারে। একটি করে ছক্কা ও চার মারলেও ২৭ রান করতে ২৫ বল খেলেন বাংলাদেশ অধিনায়ক। মায়াঙ্ককে একটি ছক্কা ও চার মারার পর রিশাদ হোসেন বিদায় নেন ১১ রানে।
বাংলাদেশের তখন একশ হওয়া নিয়েই শঙ্কা। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ২৩ রানের জুটিতে একটু টানেন দলকে। তবু শেষ পর্যন্ত ২০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে ৩২ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিল্লিতে বুধবার।
Developed by: Helpline : +88 01712 88 65 03