ধর্মপাশা ও মধ্যনগরে এইচপিভি টিকা পাবে ৯ হাজার ৪৩ জন কিশোরী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর এই দুইটি উপজেলায় জরায়ূ মুখ ক্যান্সার প্রতিরোধে ৯ হাজার ৪৩ জন কিশোরীকে বিনামুল্যে একডোজ করে এইচপিভি টিকা দেওয়া হবে। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু করে ১৭ নভেম্বর পর্যন্ত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী ও একই সময়ে প্রতিটি ইপিআই কেন্দ্রে গিয়ে প্রতিষ্ঠান বর্হিভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে।

এইচপিভি টিকা প্রদান কার্যক্রমে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ৯০জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী অংশ নেবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh