সিরাজগঞ্জে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৫ জনের নামে মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১:০৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক আসামি ফিরোজ হোসেন প্রামাণিকসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মন্টু মিয়া বাদী হয়ে মামলাটি এ মামলা দায়ের করেন। আসামি ফিরোজ উপজেলার সোলাপাড়া গ্রামের মৃত আব্দুল গণি প্রমাণিকের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, একটি চেক ডিজঅনার মামলায় আসামি ফিরোজকে এক বছরের কারাদন্ড ও আট লাখ ৯৩ হাজার ৮৭০ টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

শনিবার (২৬ অক্টোবর) তাড়াশ থানার উপ-পরিদর্শক মো. মন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম রঘুনীলি-মঙ্গলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় চা স্টলে বসে থাকা পৌর বিএনপির সমর্থক ওমর আলী ও রঘুনীলী মঙ্গলবাড়িয়া বিজ্ঞান কৃষি ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ল্যাব সহকারী জিল্লুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল মানবঢাল তৈরি করে ফিরোজকে পালিয়ে যেতে সহায়তা করেন।

সোমবার সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোট ১০ জন নামীয় ও ১৫ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে এই মামলাটি হয়েছে। খবর লেখা কালীন সময়েও কোন আসামি গ্রেফতার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান চলছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...