সব
স্বদেশ বিদেশ ডট কম
প্রতি বছরের মতো টাওয়ার হ্যামলেটসে এবছরের নভেম্বর মাসেরও জোরে শোরে শুরু হতে যাচ্ছে লন্ডনের নাট্য উৎসব। এ উৎসব শুধুমাত্র লন্ডনেই সীমাবদ্ধ থাকে না। এতে যোগ দেবার জন্যে লন্ডনের বাইরে থেকেও অসংখ্য নাট্য দল অংশগ্রহণ করে এবং একটি সিলেকশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের এখানে অংশগ্রহণের সুযোগ ঘটে।
ট্রিওআর্টস একটি লন্ডনে প্রতিষ্ঠিত সংগঠন যার জন্ম পাঁচ বছর এবং এই পাঁচ বছর ধরেই ট্রিওআর্টস সৌভাগ্যবশত তাদের নতুন নাটক নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হচ্ছে এবং এবছরেও তার কোন ব্যাতিক্রম ঘটেনি ।
‘সিসন অফ বাংলা ড্রামা’ এই উৎসবের মাধ্যমে প্রতি বছর নতুন নতুন বিষয়বস্তু তুলে ধরবার চেষ্টা করে। ২০২৪ সে এই নাট্য উৎসবের ২২ বছর পূর্তিতে ট্রিও আর্টস এর এবারের প্রযোজনা ‘আশালতা’ – লিখেছেন শায়লা শারমিন এবং নাট্যরূপ ও নির্দেশনায় রুবাইয়াৎ শারমিন ঝরা।
এবারের বিষয়বস্তু ‘আশা’ তাই এই নাটকের প্রধান দুটি চরিত্র আশা (একজন carer) এবং সামির (একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু) এদের সম্পর্কের মাধ্যমে শায়লা শারমিন দেখাতে চেয়েছেন মানুষ কিভাবে পরগাছার মতো একে অপরের উপর অবলম্বন করে বেঁচে থাকে এবং অসহায় মানুষ – ও সুযোগ পেলে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে । নির্দেশক নাটকটি নিয়ে আশাবাদী এবং আমাদের কমিউনিটি তে এ ধরনের অসহায় মানুষগুলো যে এখনও পুরোপুরি ভাবে গ্রহণযোগ্য নয় তা তিনি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন হ্রী নাটকের মাধ্যমে ।
ট্রিও আর্টস সকলকে স্বপরিবারে নাটকটি দেখতে আসবার জন্যে অনুরোধ জানাচ্ছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইহান শাহীদ, মেহবুবা লিথি, আযান চৌধুরী, কাজী ফারহানা আকতার, রুমি হক, সাদেক আহমাদ চৌধুরী এবং রুবাইয়াৎ শারমিন ঝরা।
এছাড়াও সহযোগিতায় আয়হাম শাহীদ, অপু চৌধুরী, মেসবাহ শাহীদ, মাসুদ জামান, শাহ্নূর হোসেন। বিশেষ কৃতজ্ঞতায় কাজী রুকসানা বেগম, সুদীপ চক্রবর্তী, নাঈম হাসান সুজা, রোকসানা খান এবং মুশাহেদ আহমেদ। ট্রিও আর্টস এর ‘আশালতা’ নাটকটি পরিবেশিত হচ্ছে Whitechapel এর ব্রাডি আর্ট সেন্টারে সন্ধ্যা ৭:৩০ এ।
সকলকে সন্ধ্যা ৭ টার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। টিকেটের জন্যে যোগাযোগ করুন নিম্নলিখিত লিঙ্কে। -বিজ্ঞপ্ত
Developed by: Helpline : +88 01712 88 65 03