সব
স্বদেশ বিদেশ ডট কম
ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাথে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে অর্থনৈতিক বিনোয়গ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচন সরকার থাকলে সহজ হয়।
‘শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে দক্ষ শ্রমশক্তি পাঠানো যায় সেটা আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।’
নির্বাচিত সরকার নিয়ে আমীর খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু সিঙ্গাপুর বলে নাই সব কূটনৈতিকরা মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না।
নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জমায়েতকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চান। কোন কোন সময় হিন্দু মুসলিম হয়ে আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধংশ হয়েছে এটাই তার প্রমাণ।
আমীর খসরুর প্রশ্ন? আওয়ামীলীগকে কেন ট্রাম্পের বেশে আসতে হবে-কেন হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে?। কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌছালো। আমরা আবারও বলছি তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। তার অস্তিত্ব প্রমাণ করতে হলে নিজেকে দেশে আসতে হবে। কিন্তু তার সেটা নাই ও সমর্থনও নাই।
কূটনীতিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চেয়ারপার্সন উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী এবং শামা ওবায়েদ চেয়ারপার্সন উপদেষ্টা সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য উপস্থিত ছিলেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03