বার্কিং টাউন হলে লন্ডন সফররত রবীন্দ্র সঙ্গীত শিল্পি শামা রহমানের সম্মানে সুধি সমাবেশ

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ

স্বনামখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষাবিদ শামা রহমানের লন্ডন আগমন উপলক্ষে বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম কাউন্সিলের ব্রিটিশ বাংলাদেশী মেয়র মঈন কাদরী শিল্পির সম্মানে ২ নভেম্বর বিকেল চারটায় বার্কিং টাউন হলের মেয়র পার্লারে এক চা-চক্র ও সুধি সমাবেশের আয়োজন করেন। এতে কাউন্সিলার বৃন্দ ছাড়াও সাংবাদিক-আবৃত্তিকার সহ লন্ডনের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট জনেরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে মেয়র মঈন কাদরি শিল্পি শামা রহমানের পরিচয় ও তাঁর কর্মের বিবরন দিতে গিয়ে বলেন বলেন শামা রহমান রবীন্দ্রসংগীতের একজন আন্তর্জাতিক কূটনীতিক। তার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত বিশ্বের সঙ্গীতপ্রেমীদের মোহিত করেছে, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রে। তিনি একজন ক্লাসিক্যাল রবীন্দ্রসংগীতের প্রশিক্ষিত শিল্পি । তার মধুর কণ্ঠ শ্রোতাদের বিশ্ব কবির কবিতা ও দর্শনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করে।

উল্লেখ্য যে শিল্পী শামা রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি লিডার ও বাংলাদেশ আওয়ামীলগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দা সাজিদা চৌধুরীর একমাত্র কন্যা । শিল্পী শামা রহমান ইউনেস্কোতে একক সংগীত পরিবেশন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী কনসার্টে অংশগ্রহণ তার কর্মজীবনের উল্লেখযোগ্য ঘটনা।

মেয়র পার্লারে কাউন্সিলার বৃন্দ, কাউন্সিলের কর্মকর্তা কর্মচারী এবং লন্ডনের ব্রিটিশ বাঙ্গালী কমিউনিটির কবি,সাহিত্যিক, সাংবাদিক , রবীন্দ্র সংগীত শিল্পী ও সুশীল সমাজের সরব উপস্থিতিতে শামা রহমান সঙ্গীত পরিবেশন করেন। এতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে লন্ডনের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান সাংবাদিক আজিজুল আম্বিয়া , সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিটন শিকদার, আশরাফুল হক রানা, মীর আব্দুর রহমান সহ আরো অনেকে । শামা রহমান মেয়র পার্লারে এনে তাঁকে সম্মানীত করার জন্যে মেয়র ও সুধীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...