গুঞ্জনের মাঝে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক!

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চনের পরকীয়ার জন্যই ঐশ্বরিয়ার সঙ্গে দূরত্ব বেড়েছে। তবে গুঞ্জনের মাঝেই তাদের একসঙ্গে দেখা পাওয়া গেল। সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা দিলেন এই তারকা দম্পতিকে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অনুরঞ্জন এবং অভিনেত্রী আয়েশা ঝুলকা তাদের ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া ও অভিষেকের ছবি শেয়ার করেন। অনুর পোস্টে দেখা যায়, ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাইয়ের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। অনু বৃন্দার হাত ধরে আছেন এবং অভিষেক পেছনে দাঁড়িয়ে হাসছেন।

ঐ পার্টিতে ঐশ্বরিয়া এবং অভিষেক কালো পোশাক পরেছিলেন। ঐশ্বরিয়া একটি কালো সালোয়ার স্যুট পরেছিলেন, আর অভিষেক পরেছিলেন কালো স্যুট প্যান্ট। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন। প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh