বিদেশিদের বৈধ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় সে সকল বিদেশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় মন্ত্রণালয়।

রোববার (৮ ডিসেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় মন্ত্রণালয়।

এতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান বা কর্মরত রয়েছে। সেই সকল বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, দ্রুত সময়ের মধ্যে বৈধ না হলে সেই সকল বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...