আত্মঘাতী বোমা হামলায় আফগানমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ

আফগানিস্তানের কাবুলের নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি।

বুধবার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত খলিল উর-রহমান হাক্কানি দেশটির তালেবান নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানায়, নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় তালেবান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত হয়েছেন।

এছাড়া দেশটির সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছেন।

আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...