ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ

দীর্ঘ সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচে তিনি সফলতার দেখা পাননি। এ প্রতিযোগীতায় নিজের প্রথম ম্যাচে ১০ বলে ১৩ রান করে আউট হন তিনি। তবে আজ বৃহস্পতিবার নিজের দ্বিতীয় ম্যাচে স্বরূপে দেখা দিয়েছিলেন দেশসেরা এই ওপেনার।

এনসিএলে আজ মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং স্বাগতিক সিলেট বিভাগ। সিলেটের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম। আর ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেন তামিম। সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে শুরু থেকেই হাত খুলে খেলেন তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৭ বলে ফিফটি করেন তিনি।

সিলেটের বিপক্ষে এই ম্যাচে উদ্বোধনী জুটিতেই চট্টগ্রামের স্কোরবোর্ডে ওঠে ৮০ রান। আরেক ওপেনার মাহমুদুল জয় যোগ্য সঙ্গ দিয়েছেন তামিমকে। তবে জয় ১৭ বলে ২৯ রান করে আউট হলেও থামেননি তামিম, তিনি ২৭ বলে ফিফটি করার পর শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৩ বলে ৬৫ রান করে।

৮ চার আর ৩ ছয়ে ৬৫ রান করে তোফায়েল আহমেদের বলে সৈয়দ খালেদ আহমেদের মুঠোবন্দি হয়ে আউট হন তামিম। তামিম ফেরার পর চট্টগ্রামের আর কেউই দলের হাল ধরতে পারেননি। ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করেই থামে চট্টগ্রামের ইনিংস।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...