দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা চলছে: অ্যাটর্নি জেনারেল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সেখানে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের নামে গণতন্ত্র হত্যা করেছে।

বুদ্ধিজীবী দিবসের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ জুলাই আন্দোলনে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে ৭০ জনের মরদেহ দাফন করেছে। তারা কি এমন মানবতাবিরোধী অপরাধ করেছে যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসেনি?

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...