সব
স্বদেশ বিদেশ ডট কম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বেঈমানি করলে ড. ইউনূস বললেও তাকে ছাড় দেয়া হবে না।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বক্তব্য প্রদানকালে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে আপনারাও খুনের সঙ্গে জড়িত হবেন। যেসব পুলিশ সদস্য খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা মামলা নেন। আপনারা আপনাদের কালিমা মোছেন, জনগণের আস্থা অর্জন করুন।
তিনি আরও বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী এক বছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। জুলাই শহীদদের গণআকাঙ্ক্ষার সঙ্গে যারাই বেঈমানি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এমনকি ড. ইউনূস বললেও তাকে ছাড় দেয়া হবে না।
সারজিস আলম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শেখ মুজিবের ডেডবডি উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশও উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে।
এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চান।
Developed by: Helpline : +88 01712 88 65 03