সিনেমা থেকে বাদ প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে বাংলাদেশের সিনেমা ‘তরী’ থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানকার আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে সেখানে চুক্তিবদ্ধ করেছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।

দেশের একাধিক গণমাধ্যমে খবর এসেছে, আওয়ামী লীগের সাবেক এমপি ও চিত্রনায়ক ফেরদৌসের ঘনিষ্ঠ হওয়ায় বাদ পড়েছেন ঋতুপর্ণা। আর এমন খবরে ক্ষোভ ঝেড়েছেন ঋতুপর্ণা।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতু বলেছেন, ‘এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে আমি কিছুই ফাইনাল করিনি। চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন চেয়েছিলাম। নির্মাতা সেটা করে আমাকে পাণ্ডুলিপি পাঠাবেন বলে জানিয়েছিলেন। পরে সেটা পাঠাননি, আমিও যোগাযোগ করিনি। আমার সঙ্গে যখন কোনো চুক্তিই হলো না, তখন আমি বাদ পড়লাম—এমন খবর কেন প্রকাশ করা হচ্ছে?’

ঋতুপর্ণা আরও বলেন, ‘খুব বিশ্বাসযোগ্য এক সূত্র থেকে ছবিটির প্রস্তাব পেয়েছিলাম। পরিচালক রাশিদ পলাশও যোগাযোগ করেছিলেন। তাই সায় দিয়ে পাণ্ডুলিপি চেয়েছিলাম। সেটা পড়ার পর মনে হয়েছে, আমার করার মতো কিছু নেই এখানে। তখন চিত্রনাট্য পরিবর্তন করতে বলি। অথচ যা যা গল্প বানানো হচ্ছে, সেগুলো সব অজানা।

এমন করে অভিনেতাদের নিয়ে পাবলিসিটি করার বিষয়টা আপত্তিকর। যথাযথ নিরাপত্তা না থাকার কারণে আমাকে নিয়ে শুটিং করতে পারবে না সেটা আলাদা বিষয়। তবে নির্মাতা যেভাবে বিষয়টা সামনে এনেছেন তা একদম সঠিক নয়।’

ঋতুপর্ণার এমন অভিযোগ প্রসঙ্গে পরিচালক রাশিদ পলাশ জানান, ফেরদৌসের ঘনিষ্ঠ হওয়ায় সিনেমা থেকে ঋতুপর্ণা বাদ পড়েছেন এমন কোন তথ্য আমরা কখনও বলিনি। নিরাপত্তার ইস্যুতে আমরা অভিনেত্রী পরিবর্তন করেছি।

ঋতুপর্ণার সঙ্গে চুক্তি না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন রাশিদ পলাশ নিজেও। তিনি বলেন, ‘এটি সত্যি তাঁর সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি। সে কারণেই তাঁকে ছাড়া কাজটি করার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে।

জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মুহূর্তে ঋতুপর্ণাকে নিয়ে কাজ করতে চাইছেন না। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা।’

আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাতে আরও অভিনয় করছেন তুষার খান, সুমন আনোয়ার, রেহনুমা। শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh